লিগ ওয়ানে পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন এডিনসন কাভানি। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে। তবে উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি জানিয়েছেন, নতুন রেকর্ড গড়ার ব্যাপারটি তিনি জানতেনই না!
রবিবার রাতে পার্ক দেস প্রিন্সেসে গ্যাঁগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে পিএসজি। দুর্দান্ত ফর্মে থাকা এই ক্লাবটির সামনে তখন এই মৌসুমে ঘরের মাঠে লিগ ওয়ানে প্রথম হারের শঙ্কা! তবে এমনটা হতে দেননি কাভানি। শেষ দিকে জোড়া গোল করে ২-২ গোলে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান তিনি।
গত ১৫ এপ্রিল গোল করে ইব্রাহিমোভিচের রেকর্ড (১১৩ গোল) ছুঁয়েছিলেন কাভানি। গ্যাঁগোর বিপক্ষে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনি ইব্রাকে ছাড়িয়ে যান। ৮২ মিনিটে আরেকটি গোল করে কাভানির গোলসংখ্যা হয়েছে ১১৫।
ম্যাচ শেষে কাভানি বলেন, ‘আমি জানতাম না যে, আমি নতুন একটা রেকর্ড গড়েছি। তবে এই জার্সি গায়ে আরেকটু বেশি ইতিহাস লিখতে পেরে আমি খুশি।’ উরুগুইয়ান এই স্ট্রাইকার আরও বলেন, ‘আমি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ! আমি এখানে খুব ভালো আছি। এখানে আসতে পেরে আমি গর্বিত। আশা করি, এই পথচলা অব্যাহত থাকবে, যেটা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। এই জার্সি গায়ে জয়ের ধারা ধরে রাখতে চাই আমি।’
তথ্যসূত্র: ফোর ফোর টু
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ