ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে ৪ পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। আর পাঁচ পয়েন্ট মাইনাস হয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে (পয়েন্ট ৬৭)।
নতুন প্রকাশিত তালিকায় যথারীতি শীর্ষে ভারত। আগের ১২১ পয়েন্টের সঙ্গে ৪ যোগ হয়ে বিরাট কোহলিরদের রেটিং পয়েন্ট বেড়ে ১২৫। ১১২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। হারিয়েছে ৫ পয়েন্ট। পরের পাঁচ দেশ যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৬), নিউজিল্যান্ড (১০২), ইংল্যান্ড (৯৮), শ্রীলঙ্কা (৯৪) ও পাকিস্তান (৮৬)। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ২।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব