টি-টেন ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে রাজস্থানি হিরোজের কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবস। বর্তমানে কুয়েত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
গত বছর টি-টেন লিগে ছয়টি দল অংশ নেয়। এবার নতুন দু’টি দল যোগ হয়েছে। নতুন দু’টি দল হলো- রাজস্থানি হিরোজ ও কেরালা কিংস। বাকী ছয়টি দল হলো- বেঙ্গল টাইগার্স, করাচিয়ান, মারাথা অ্যারাবিয়ানস, নর্দান ওয়ারিয়র্স, পাখতুন টিম ও পাঞ্জাবি লিজেন্ডস।
বিডি প্রতিদিন/০২ মে ২০১৮/এনায়েত করিম