চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে দলটি। টিম রিয়ালের এমন ছন্দে দারুণ উচ্ছ্বসিত কোচ জিনেদিন জিদান।
তবে ইউরোপ সেরা প্রতিযোগিতায় দলের এমন আধিপত্যকে মোটেই স্বাভাবিক হিসেবে দেখছেন না জিদান। তিনি বলেন, “আমাদের সামনে এখন শুধুই ফাইনাল। আমাদের অবশ্যই খুশি হতে হবে। টানা তিনবার ফাইনালে যাওয়াটা সাধারণ কোন ঘটনা নয়। এটা স্বাভাবিক নয়।”
এসময় জিদান আরও বলেন, “এখন আমাদের এটা জয়ের চেষ্টা করতে হবে। আমরা আমাদের সম্ভাব্য সবকিছুই দেব। যে কোনো মূল্যে শিরোপা ধরে রাখতে লড়বো । টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়া দারুণ বিষয়।”
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের এমন দাপট নতুন কিছু নয়, পূর্বসূরিদের দেখানো পথ ধরেই শিষ্যরা হাঁটছে বলে মনে করেন জিদান। এটা শুধু এই দলের ক্ষেত্রেই নয়, এটা এই ক্লাবের । এটা অনেক আগে থেকে আসা ইতিহাস। আমাদের আগে যারা এমনটা করেছিল আমরা তাদের মতোই ইতিহাস লিখছি। আমরা এটা করে যাচ্ছি। আমরা খুশি। রিয়াল মাদ্রিদ কখনই হাল ছাড়ে না। এমনকি নানা সমস্যার মাঝেও।”
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের সঙ্গে রিয়ালেন সেমি-ফাইনালের ফিরতি লেগ শেষ হয় ২-২ সমতায়। তবে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে ২-১ গোলে জেতা রিয়াল ৪-৩ ব্যবধানে এগিয়ে ওঠে আসে ফাইনালে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ