ক্রিকেটের পেস বোলারদের মধ্যে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা অন্যতম। তবে চোট আর অফ ফর্মের কারণে দীর্ঘ দিন দলের বাইরে তিনি। বর্তমানে আইপিএলের এগারোতম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু নিজের পড়তি কেরিয়ার বাঁচাতে মালিঙ্গাকে এখন ফিরে যেতে হবে নিজ দেশে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই ডেথ ওভার বিশেষজ্ঞ বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি এখন যা তাতে দ্রুত ভারত থেকে দেশে ফিরতে হবে মালিঙ্গাকে।
প্রায় সাত মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন মালিঙ্গা। ভারতের বিরুদ্ধেই শেষবার খেলেছিলেন তিনি। চলমান আইপিএলের মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দেশে ফিরতেই হবে, নাহলে জাতীয় দলের কথা না ভাবাই ভাল।
উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রায় এক দশক খেলেছেন মালিঙ্গা। পরে মুস্তাফিজুর রহমানদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান বোলার। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা ভাল নয়। আট দলের মধ্যে সাত নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। এই রকম এক পরিস্থিতিতে মালিঙ্গা ফিরছেন দেশে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ