অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।
বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ল্যাঙ্গারকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে সিএ।
এর আগে গত ২২ এপ্রিল ড্যারেন লেহম্যান দায়িত্ব ছাড়ার পর থেকেই তার যোগ্য উত্তরসূরি খুঁজতে শুরু করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। একাধিক নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত ল্যাঙ্গারকেই কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ল্যাঙ্গার এর আগেও কোচের দায়িত্ব পালন করেছেন ঘরোয়া ক্লাব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্সের হয়ে। তার অধীনেই পার্থ তিনটি মৌসুমে টি-টোয়েন্টি ও দুই মৌসুমে ওয়ানডে শিরোপা ঘরে তোলে।
এছাড়া নিজের ক্রিকেট ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার একাধিকবার বিশ্বকাপ জয়ের দলে ছিলেন ৪৭ বছর বয়সী ল্যাঙ্গার। ছিলেন একাধিকবার অ্যাশেজ ঘরে তোলার দলেও।
বিডি-প্রতিদিন/ ই-জাহান