আগামী জুন ও জুলাই মাসে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই দুই সিরিজকে সামনে রেখে আসছে ৫ মে (শনিবার) মাশরাফি-সাকিবদের নিয়ে প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, 'সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের অপারেশন্স ম্যানেজার দেরাদুন গিয়েছেন। উনি ফিরলে আশা করি তিন দিনের মধ্যেই আমরা জানাতে পারবো।'
জুনে আফগান সিরিজ শেষে পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে লাল-সবুজের দল। এর আগে আগামী ১৩ মে থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান