সাতক্ষীরার কলারোয়ায় দু’দিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র গেইম ডেভলপমেন্ট অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ক্রিকেট কর্মসূচির আওতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কলারোয়া ক্রিকেট একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এই ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, প্রশিক্ষক মনোয়ার আলী মনু, সাবেক জাতীয় ক্রিকেটার রবিউল ইসলাম শিপন, মোফাচ্ছেরুল ইসলাম তপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রেজাউল করিম লাভলু, আব্দুল ওহাব মামুন, জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহিন।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৮/মাহবুব