৫ মে থেকে নোয়াখালীতে শুরু হচ্ছে জেএমএস ফুটবল লীগ-২০১৮। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেএমএস ফুটবল লিগ কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ পিন্টু।
এ সময় অন্যান্য কর্মকর্তা ছাড়াও নোয়্খালী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুল হাসান মিরন, জেএমএস ফুটবল লিগ-২০১৮ কমিটির সদস্য সচিব সাকায়েত উল্যাহ, হাতিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজীব হোসেন উপস্থিত ছিলেন।
এবারের লীগে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। লিগের উদ্বোধন করবেন জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী রাতুল।নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লিগকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৮/মাহবুব