আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড লিগের খেলা চলছে মালয়েশিয়ায়। গত বুধবারের ম্যাচে দেখা গেল এমন দৃশ্য যা দেখলে আপনিও হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। ক্রিকেট মাঠেও এরকম দৃশ্য যে দেখা যেতে পারে তা হয়ত কল্পনাতেও ছিল না।
সেই ম্যাচে ব্যাট করছিলেন জার্সির জ্যাক ডানফোর্ড। ছক্কা মারার জন্য ব্যাটটা একটু বেশি জোরেই ঘুরিয়েছিলেন জ্যাক। আর তাতেই বিপত্তি। গ্লাভস থেকে ছিটকে যায় ব্যাট। এরপর উইকেটকিপারের মাথার উপর দিয়ে গিয়ে পড়ে মাঠে। অল্পের জন্য উইকেটরক্ষকের মাথায় লাগেনি ব্যাটের আঘাত।
অতীতে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিদের হাত থেকেও ব্যাট ছিটকে গেছে। খুব জোরে মারতে গিয়েই হয়েছিল এই কাণ্ড। বিগব্যাশও এরকম ঘটনার সাক্ষী থেকেছে। এবার কুয়ালালামপুরের এরকম মজার দৃশ্য দেখা গেল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর