সময়টা দারুণ যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের। সেই ধারাবাহিকতায় আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে চলে গেল দলটি। ফিরতি লেগের ম্যাচে দিয়েগো সিমিওনের ছেলেরা আর্সেন ওয়েঙ্গারের দলকে হারাল ১-০ ব্যবধানে।
গতরাতে অ্যাথলেটিকো নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রাক্তন চেলসি তারকা দিয়েগো কোস্তা। গ্রিজম্যানের পাশ থেকে বল পেয়ে জোরালো শটে আর্সেনালের জালে ঠেলে দেন কোস্তা। এতেই পিছিয়ে পড়ে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে একাধিকবার চেষ্টা করলেও গোলের দরজা খুলতে পারনি ওয়েঙ্গারের দল। প্রথম লেগে ১-১ স্কোরলাইনে পর এদিন এক গোলে লিড রেখে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে চলে যায় অ্যাথলেটিকো।
অন্যদিকে স্প্যানিশ ক্লাবের কাছে সেমিফাইনালে হেরে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল আর্সেনাল। এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া যাবে না আর্সেনালকে। গানার্সদের কোচে হিসেবে ২২ বছরের কেরিয়ারে ইউরোপা লিগের ট্রফি জেতা হলো না ওয়েঙ্গারের।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ