ইডেনে তার দলকে হারতে হয়েছে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ব্যাট হাতে ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি ধোনি। কিন্তু চুপিসাড়ে একটি কৃতিত্ব অর্জন করে ফেলেছেন।
এবারের আইপিএলে ছক্কা মারার তালিকায় সবার ওপরে এখন ধোনি। বৃহস্পতিবার ইডেনে অপরাজিত ৪৩ রান করার ফাঁকে ৪টি ছয় মেরেছেন মাহি। এবারের আইপিএলে ২৪টি ছয় মেরে ফেললেন ধোনি। টপকে গেলেন ক্রিস গেইল, এবিডি’ভিলিয়ার্স ও আন্দ্রে রাসেলকে।
৩ ক্রিকেটারই এবারের আইপিএলে এখনও পর্যন্ত ২৩টি করে ছয় মেরেছেন। ধোনি ২৪টি ছয় মেরেছেন ৯ ইনিংসে। ইডেনে মিচেল জনসনের ওভারে ২টি ছয় মেরেছেন ধোনি। ১টি করে ছয় মেরেছেন শিভম মাভি ও কুলদীপ যাদবের বলে।
সাম্প্রতিক অতীতে টি-২০ ফর্ম্যাটে সেভাবে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ধোনি। কিন্তু এবারের আইপিএলে একেবারে পুরনো ছন্দে দেখা যাচ্ছে তাকে। চলতি আইপিএলে বেশ কয়েকটি দুরন্ত ইনিংস খেলে ফেলেছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর