বর্তমান ক্রিকেট বিশ্বের আইকন বিরাট কোহলি। মাঠ ও মাঠের বাইরে সমান জনপ্রিয় তিনি। শুধু ভারতেই নয়, বিরাটের গুণমুগ্ধ ভক্ত ছড়িয়ে বিশ্বের সর্বত্র। ব্যাট হাতে বাইশ গজে নিয়মিত বোলারদের শাসন করেন তিনি।
তাই কোহলির যে অগণিত নারী ভক্ত থাকবে,সেটাই স্বাভাবিক। তবে নারী ভক্তদের পাগলামিও অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বিরাট কোহলি অতীতের এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক সাক্ষাৎকারে।
বিরাট জানান, ‘‘রক্ত দিয়ে লেখা এক প্রেমপত্র পেয়েছিলাম। ভীষণই বাজে ছিল এটা। দিল্লির ঘটনা। গাড়িতে করে যাচ্ছিলাম। একটি কাগজে সই করার জন্য গাড়ির জানালার কাচ নামিয়েছিলাম। হঠাৎই কিছু একটা ভেসে এল। বুঝতে পারিনি, কে দিয়েছিল। কেবলমাত্র নাম লেখা ছিল। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। ওটা হাতে নিতে পারিনি। এতটাই ভয়ঙ্কর ছিল।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর