যা রটে, সবটা উড়িয়ে দেওয়ার নয়। খাঁটি কথাটা বোঝা গেল এডিসন কাভানির কথায়। নেইমার পিএসজিতে যাওয়ার পরপরই জানা গেছিল, পিএসজির অন্দরে অশান্তির কথা। নেইমারের সঙ্গে তার ঝামেলা মাঠেও দেখা গেছিল। কিন্তু সেই কথা স্বীকার করেননি এতদিন কেউই। অবশেষে করলেন কাভানি।
সম্প্রতি কাভানি জানান, "হ্যাঁ, নেইমারের সঙ্গে আমার ঝামেলা বেধেছিল। শুরুতে সমস্যা হচ্ছিল। তারপর দু’জনে বিষয়টা নিয়ে কথা বলি। ও ব্যক্তিগতভাবে সফল হোক, আমি চাই। এই কথাটা নেইমারকে স্পষ্ট করে বলেছিলাম। তবে কিছু কিছু পরিস্থিতিতে নিজের আগে দলকে রাখতে হয়, সে কথাটাও ওকে বোঝাই। আমি একজন ফুটবল শ্রমিক। আমি তারকা নই। প্রচণ্ড পরিশ্রম করে সবটুকু উজাড় করে দেব, আমার লক্ষ্য থাকে এটাই।"
কাভানি আরও জানান, "যদি আমার কোনও সতীর্থের সম্ভবনা থাকে ব্যক্তিগত পর্যায়ে অনেক কিছু জেতার, তা হলে তাকে সবরকম সাহায্য করতে আমি সবসময় তৈরি থাকি। তবে সবার আগে তো দল। ধীরে ধীরে আমাদের মধ্যে বোঝাপড়া তৈরি হল। নিজের দলের সমর্থকরা যদি ওকে টিটকিরি দেয়, তা হলে তো সেটা নেইমারের পক্ষে মোটেই ভাল নয়। ওর জায়গায় যদি আমি থাকতাম, তা হলে এ সব আমারও ভাল লাগত না।"
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর