ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার এলেক্স ফার্গুসন গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার অস্ত্রপাচার শেষে তাকে আইসিইউতে রেখেছেন ডাক্তাররা।
৭৬ বছর বয়সী স্যার এলেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি প্রিমিয়ার লিগ এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
খারাপ অনুভব করার প্রথমে তাকে ম্যাকলেসফিল্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, স্যার এলেক্সের পরিবার সবাইকে প্রার্থনা করতে বলেছে তার জন্য।
স্যার অ্যালেক্স ফার্গুসন দীর্ঘদিন (২৭ বছর) ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করে রেকর্ডই গড়েছিলেন। এর মধ্যে জিতেছেন বহু শিরোপা।
বিডি প্রতিদিন/এ মজুমদার