ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে তার নামে। তখন যুবরাজ সিং মাঠে নামলে ক্রিকেটপ্রেমীরা নড়েচড়ে বসতেন। সে এক সময় ছিল। সেই রাজা ও রাজ্যপাট কোনওটাই এখন আর নেই। যুবরাজের দাপট যেন দিনের পর দিন তলানিতে ঠেকছে।
সময় এতটা খারাপ যাবে তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি যুবরাজ। স্টাইলিশ এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছে এবারের আইপিএল যে দুঃস্বপ্নের মতো কাটছে তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি আইপিএলে যুবরাজ এমন রেকর্ডের মালিক হলেন যা যে কোনও ক্রিকেটারের কাছেই লজ্জার।
এই মুহূর্তে পাঞ্জাবের এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ৯১.৪২। আইপিএলে ৫০ বা তার বেশি বল খেলে ফেলা কোনও ব্যাটসম্যানের মধ্যে যা সর্বনিম্ন।চলতি আইপিএলে যুবরাজ ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছেন। রান মাত্র ৬৪। অর্থাৎ তার ব্যাটিং গড় মাত্র ১২.৮০।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর