আইপিএলের চলতি আসরে বেশ চাপের মধ্যেই রয়েছে মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার তারা মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
শনিবারের আইপিএলের দু’টো ম্যাচের পরে দেখা যাচ্ছে, প্রায় প্লে-অফে উঠে গেছে সানরাইজার্স হায়দরাবাদ (নয় ম্যাচে ১৪) এবং চেন্নাই সুপার কিংস (১০ ম্যাচে ১৪)। তিন নম্বর দল হিসেবে যাওয়ার সম্ভাবনা কিংস ইলেভেন পঞ্জাবের (আট ম্যাচে ১০)। চতুর্থ স্থানের জন্য এখন লড়াই কেকেআর (নয় ম্যাচে ১০) এবং মুম্বাইয়ের (নয় ম্যাচে ছয়)।
ধরে নেওয়া হচ্ছে, কলকাতা বনাম মুম্বাইয়ের পরপর দু’টো ম্যাচ (দ্বিতীয় ম্যাচ ইডেনে বুধবার) ঠিক করে দিতে পারে প্লে-অফের চতুর্থ দলের ভাগ্য।
এই অবস্থায় নাইটদের নামতে হচ্ছে সেই ওয়াংখেড়েতে, যেখানে তাদের রেকর্ড একেবারেই ভালো নয়। দশ বছর আগে এখানেই মুম্বাইয়ের সামনে ৬৭ রানে শেষ হয়ে গিয়েছিল নাইটদের ইনিংস। ওয়াংখেড়েতে কেকেআর শেষবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় ছ’বছর আগে, ২০১২ সালে। ওই একবারই ওয়াংখেড়েতে জেতেন নাইটরা। শেষ ছয় দ্বৈরথে একবারও জিততে পারেনি কেকেআর। শাহরুখ খানের দল মুম্বইকে শেষ হারিয়েছিল ২০১৫ সালে, ইডেনে। দু’দলের মোট ২১ ম্যাচে ১৬ বার জিতেছে মুম্বাই। কেকেআর জয় পেয়েছে মাত্র পাঁচ বার।
বিতর্কে জড়িয়ে পড়ে একটা সময় এই ওয়াংখেড়েতে প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছিল শাহরুখের। সেই শাস্তি উঠে গেলেও ওয়াংখেড়েতে এখনও যান না তিনি। রবিবারও যে যাবেন, এমন নিশ্চয়তা দলের ক্রিকেটারদের দেননি কিং খান। ম্যাচের পরে হোটেলে বা নিজের বাড়িতে অবশ্য নাইটদের সঙ্গে দেখা করলেও করতে পারেন তিনি।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ