বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হতে চলেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অঞ্জু জেইন। যার ফলে মমতা মাবেনের পর দ্বিতীয় কোন ভারতীয় বাংলাদেশের নারী দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ক্যাপেলের অধীনে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে জাহানারা-সালমারা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেই সালমা-রুমানাদের দায়িত্ব বুঝে নেবেন অঞ্জু জেইন। ৪৩ বছর বয়সী অঞ্জুর সাথে প্রথম অবস্থায় ছয় মাসের জন্য প্রাথমিক চুক্তি করা হয়েছে বলে জানা গেছে।
ভারতের জার্সি গায়ে আটটি টেস্ট এবং ৬৫টি ওয়ানডে খেলেছেন অঞ্জু। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘লেবেল-বি’ সম্পন্ন করা কোচ তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর