বল টেম্পারিং কেলেঙ্কারিতে আপাতত এক বছরের নিষেধাজ্ঞায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। অনেকেই মনে করছেন, পুরানো সম্মান ফিরে পাওয়া কিছুটা কষ্টকর, তবে নেতৃত্ব ফিরে পাওয়া আরও কঠিন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ডিরেক্টর ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর এমনটা মানতে নারাজ। তার মতে, আবারও অধিনায়ক হতে পারেন স্মিথ।
অস্ট্রেলিয়া ভিত্তিক একটি খেলার চ্যানেলে টেইলর স্মিথের আবারও অধিনায়ক হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি এখনও ভাবি স্মিথ আবারও অধিনায়ক হতে পারবেন। দলের জন্য তিনি ভবিষ্যতে এমন কিছু অবশ্যই করে দেখাবেন যাতে আবারও তার কাঁধেই এই দায়িত্ব দিতে বোর্ড ভেবে দেখে। আমি মনে করি আবারও সে অধিনায়ক হলে আগের থেকেও ভালো অধিনায়ক হবে।’
উল্লেখ্য, বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে সময় কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্মিথ। দেশে ফিরেই জানিয়েছেন ১২ মাস পর পূর্ণ শক্তিতেই ফিরতে চান দলে। তার এই বক্তব্যকেই যেন সমর্থন দিলেন টেইলর।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ