সময়টা দারুণ যাচ্ছে জুভেন্টাসের। কাল বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি ‘আ’তে টানা সপ্তম শিরোপা জয়ের আরও কাছে চলে গেল জুভেন্টাস।
এদিন জুভেন্টাসের মাঠে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় বোলোনিয়া। পেনাল্টি থেকে গোলটা করেন সিমনে ভার্ডি। ফলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিট) বোলোনিয়ার সেবাস্তিয়ান ডি মাইওর আত্মঘাতী গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ১২ মিনিট পর স্যামি খেদিরার গোলে এগিয়েও যায় স্বাগতিকরা (২-১)। আর ৬৯ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।
উল্লেখ্য, শিরোপা থেকে আর এক জয় দূরে জুভেন্টাস। তবে আজ তুরিনো দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভিদের।
৩৬ ম্যাচ খেলে জুভেন্টাসের পয়েন্ট ৯১। আর ৩৫ ম্যাচে নাপোলির ৮৪ পয়েন্ট।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ