আর কয়দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এবার আসরটির আয়োজক রাশিয়া। কিন্তু রাশিয়া বিশ্বকাপকে নিজেদের টার্গেটে পরিণত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। একের পর এক পোস্টার প্রকাশ করে ভয় পাইয়ে দিচ্ছে ফুটবল প্রেমীদের। মেসির চোখে রক্ত ও বন্দী নেইমারের পর এবার আরও একটি পোস্টার প্রকাশ করেছে তারা।
যেখানে রাশিয়া বিশ্বকাপের ট্রফির লগো লালের বুকে গেঁথে রাখা হয়েছে ছুরি! ছবিটা স্বাভাবিক নয়। কেমন যেন ভয় পাওয়ায়। কিন্তু সেই ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে, লালের আড়ালে রাখা হয়েছে এক স্টেডিয়ামের ছবি। যেমন–তেমন স্টেডিয়াম নয়। রাশিয়ার ফুটবল স্টেডিয়াম। সঙ্গে ফরাসি ভাষায় লেখা ক্যাপশন। যার ইংরেজি অনুবাদ, ‘কিল দেম অল’!
আইএসআইএস–এর নতুন পোস্টার। ফুটবলের মহাযজ্ঞের আগে হাড়হিম করিয়ে দিতেই এই পোস্টার আবার ছড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে মেসির চোখে রক্ত, বন্দি নেইমার— এই ধরনের পোস্টার প্রকাশ করে ফুটবল অনুরাগীদের ভয় পাইয়ে দেওয়ার সহজ খেলাটা খেলেছিল আইএসআইএস। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও হুমকি দিয়েছিল, ‘মুসলিমদের মারার শাস্তি তোমায় দিতেই হবে।’ উদ্দেশ্যটা স্পষ্ট, এইভাবে একের পর এক হুমকি দিয়ে, পোস্টার ছড়িয়ে বিশ্বকাপের আগে আতঙ্ক চরমে নিয়ে যেতে চাইছে এই জঙ্গি সংগঠন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান