আইপিএলের শুরু থেকেই সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় ওঠে 'কমলা টুপী'। আইপিএলের একাদশ আসরেও এই নিয়মের ব্যতিক্রম কিছু হয়নি। এবার কমলা টুপি এখনও আম্বাতি রায়াড়ুর মাথাতেই রয়েছে। রায়াড়ুর ঘাড়ে নিশ্বাস ফেলছেন ঋষভ পন্থ।
কমলা টুপির দাবিদারদের মধ্যে বিরাট কোহলিকে পেছনে ধোনি রয়েছেন চার নম্বরে। দেখে নিন কমলা টুপির সেরা ১০ দাবিদারের তালিকা-
১। আম্বাতি রায়াড়ু (চেন্নাই)- ১০ ম্যাচ, ৪২৩ রান, সর্বোচ্চ ৮২ রান।
২। ঋষভ পন্থ (দিল্লি)- ১০ ম্যাচ, ৩৯৩ রান, সর্বোচ্চ ৮৫ রান।
৩। কেএল রাহুল (পাঞ্জাব) - ৯ ম্যাচ, ৩৭৬ রান, সর্বোচ্চ ৮৪ রান।
৪। এমএস ধোনি (চেন্নাই)- ১০ ম্যাচ, ৩৬০ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান।
৫। বিরাট কোহলি (বেঙ্গালুরু) - ৯ ম্যাচ, ৩৫৭ রান, সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।
৬। কেন উইলিয়ামসন (হায়দরাবাদ) - ৯ ম্যাচ, ৩৫৪ রান, সর্বোচ্চ ৮৪ রান।
৭। শ্রেয়স আইয়ার (দিল্লি) - ১০ ম্যাচ, ৩৫১, সর্বোচ্চ অপরাজিত ৯৩ রান।
৮। সূর্যকুমার যাদব (মুম্বই) - ৯ ম্যাচ, ৩৪০ রান, সর্বোচ্চ ৭২ রান।
৯। শেন ওয়াটলন (চেন্নাই) - ১০ ম্যাচ, ৩২৮ রান, সর্বোচ্চ ১০৬ রান।
১০। ক্রিস গেইল (পাঞ্জাব) - ৫ ম্যাচ, ৩০২ রান, সর্বোচ্চ অপরাজিত ১০৪ রান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর