মৌসুমের শুরুতেই ব্রাইটনের মতো দলের বিপক্ষে ৩-২ গোলে ম্যানইউর হারের পর জোসে মরিনহোর ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। গত মৌসুমেও ব্রাইটনের মাঠে হেরেছিল রেডডেভিলসরা। তারই জের ধরে গুঞ্জন ছড়িয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে খুব শীঘ্রই বহিস্কৃত হবেন মরিনহো।
পাশাপাশি ম্যানইউয়ে অন্দরমহলেও অস্বস্তি বাড়ছে। আর তারই জের ধরে পল পগবাকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক বৈঠকে ছেড়ে বেরিয়ে গেলেন মরিনহো। শুক্রবার পগবা নিয়ে প্রশ্নে মেজাজ হারান তিনি। পগবা দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে প্রসঙ্গে মরিনহো বলেন, ‘‘পগবাকেই জিজ্ঞেস করুন। ও এই প্রশ্নের উত্তর দিতে পারবে।’’
এদিকে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, ম্যানইউয়ের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে জিনেদিন জিদানের।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ