তৃতীয় ম্যাচে এসে আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে আটকে দিল এবার নিচের ডিভিশন থেকে উঠে আসা উলভারহ্যামটন ওয়ান্ডারার্স।
এই ম্যাচে পেপ গুয়ারদিওলার দল ১–১ ড্র করেছে। ২টি গোলই দ্বিতীয়ার্ধে এসেছে। ৫৭ মিনিটে বলির গোলে পিছিয়ে পড়ে ম্যাঞ্চেস্টার সিটি। ৬৯ মিনিটে সমতা ফেরান লাপোর্তে। তিন ম্যাচে সিটির পয়েন্ট হল ৭।
অন্যদিকে, উলভার এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখলেও, গতবারের চ্যাম্পিয়নদের আটকে দিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাস পেয়ে গেল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর