টানা দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস আর্সেনাল শিবিরে। শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই এক জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে ১১ নম্বরে উঠে এসেছে আর্সেনাল।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্টহ্যামের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ওয়েস্টহ্যামকে এগিয়ে দেন মার্কো আরনাউতোবিচ। কিন্তু পাঁচ মিনিট পরেই আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়েল।
ম্যাচের ৭২ মিনিটে আর্সেনালের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন ওয়েস্টহ্যামের ইসা ডিওপ। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২ মিনিটে অধিনায়ক হেক্টর বেলেরিনের দেয়া ক্রসে ব্যবধান বাড়ান ড্যানি ওয়েলবেক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর