ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হারে তৃতীয় টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। জয়ের সেই টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গেছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে ৩৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২২টিতে জেতেন কোহলি। সৌরভ ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দেন। মহারাজের নেতৃত্বে ভারত ২১টি টেস্টে জিতেছে।
চলতি ইংল্যান্ড সফরে কোহলির দুর্দান্ত ব্যাটিং দেখার পর অনেকেই ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে কোহলিকে তুলনায় টেনে এনেছেন। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেবাগ অবশ্য সবার মতো নন। তিনি বলেছেন, ‘‘শচীনের সঙ্গে কোহলির এখনই তুলনা করা ঠিক নয়। আমার মতে, শচীন যে সব রেকর্ড করেছে, সেগুলো বিরাট করতে পারলে তবেই তুলনাটা যুক্তিযুক্ত।’’
শচীনের সঙ্গে তুলনা বাদ দিলে শেবাগ কিন্তু এখনকার সময়ে কোহলিকে সব দিক থেকেই এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে ক্রিকেটের তিনটি ফরম্যাটে কোহলির থেকে ভাল আর কেউ নেই। বিশ্বের সব প্লেয়ারদের জন্য কোহলিই অনুপ্রেরণা। আইপিএলে অনেক ক্রিকেটারের সঙ্গে আমার কথাবার্তা হয়। কোহলিকে নিয়ে কে কী ভাবে, তা আমি জানি।’’
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৮/ ওয়াসিফ