ক্রোয়েশীয় তারকা ইভান রাকিটিচকে নিয়ে আলোচনার-গুঞ্জনের শেষ নেই। তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি। ৯০ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার বিষয়ে কথাবার্তা চলার পরও বার্সেলোনাতেই থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাকিটিচ।
শনিবার লা লীগায় বার্সেলোনা রিয়াল ভ্যালডোলিডের বিপক্ষে ১-০ গোলে জয়লাভের পর রাকিটিচ বলেছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে তার মধ্যে কোনো রকমের দ্বিধা নেই। ক্যাম্প ন্যু ছাড়ার কোনো কারণ দেখছেন না তিনি।
বার্সা টিভিকে রাকিটিচ বলেন, ‘অনেক কথা বার্তা হয়েছে। তবে সেগুলো এখন সমাপ্ত। বিপুল পরিমাণ রোমাঞ্চ নিয়ে আমি এখানেই থাকছি। কয়েকটা দিন আমি চাপের মধ্যে কাটিয়েছি। শেষ পর্যন্ত আমি অনুভব করলাম বার্সেলোনাতেই সবচেয়ে সুন্দর বিষয়গুলো রয়েছে। এখানে আমি খুশি এবং এজন্য গর্ববোধ করছি।’
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ