ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে জো রুটকে আইপিএলের আগামী মৌসুমে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি মনে করছে, আইপিএলের চিন্তা না থাকলে আন্তর্জাতিক সূচির জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে পারবেন রুট।
আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। এরপর রয়েছে অ্যাশেজ সিরিজ। এজন্যই আইপিএলের ২০১৯ মৌসুমে থাকবেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রুট।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ