বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। সব সময়ই তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা থাকে প্রতিপক্ষের স্ট্রাইকাদের। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক! লা লিগায় সবচেয়ে বেশিবার লাল কার্ড দেখার রেকর্ডের মালিক সে। তবে রামোসের এবারের রেকর্ডটা গর্বের। লা লিগার প্রথম ডিফেন্ডার হিসেবে টানা ১৫ মৌসুমে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
রবিবার জিরোনার বিপক্ষে পেনাল্টি থেকে করা গোলটিসহ রিয়ালের জার্সিতে ১৪ মৌসুমের সবকটিতেই গোল পেলেন রামোস। সব মিলিয়ে টানা ১৫ মৌসুমে। এই সময়ে প্রতি মৌসুমেই একের অধিক গোল করেছেন। সবচেয়ে বেশি সাত গোল করেছেন ২০১৬-১৭ মৌসুমে। সব মিলিয়ে ৪৩২ লিগ ম্যাচে তার গোলসংখ্যা হলো ৫৬টি।
রামোসের সামনে এখন লা লিগায় টানা সবচেয়ে বেশি মৌসুমে গোল করার রেকর্ডের হাতছানি। টানা ১৯ মৌসুমে গোল করার রেকর্ড আছে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি অগাস্টিন গাইনজার। পরের চার মৌসুমে গোল করলেই গাইনজাকে ছুঁয়ে ফেলবেন রামোস।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ