ইংলিশদের বিপক্ষে টানা দুই টেস্টে হারের পর ট্রেন্টব্রিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির ভারত। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ এ। আর এমন পরিস্থিতি থেকেই কোহলিদের সিরিজ জয় দেখছেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, “বিরাট কোহলির নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে ৩-২-এ হারাতে পারে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়”।
তাঁর কথায়, এজবাস্টনে খুব কাছে গিয়েও জিততে পারেনি ভারত। লর্ডসে একটা লজ্জাজনক হারের পর নটিংহামে অবিশ্বাস্য রকমভাবে আবার সিরিজে ফিরেছে টিম ইন্ডিয়া। আর সেটা হয়েছে অধিনায়কের নেতৃত্বেই। এই জয়ে বোলারদেরও কৃতিত্বও অনস্বীকার্য। শেবাগের মতে, চতুর্থ টেস্টে ব্রিটিশদের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামবে ভারত। তার বক্তব্য, “কেবল ক্রিকেটাররাই নয়, দেশও বিরাট কোহলির উপর আস্থা রাখছে। আমরা আশা করছি, আগামী ম্যাচগুলোতেও বিরাট একই রকমভাবে রান পাবে এবং দলের জয় সুনিশ্চিত করবে”।
প্রসঙ্গত, পতৌদি সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলিই। এজবাস্টন আর নটিংহাম মিলিয়েয় বিরাটের স্কোর ৪০০ (১৪৯, ৫১, ৯৭, ৯৩)। লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাটের সংগ্রহ ৪০। সব মিলিয়ে ৩ ম্যাচে বিরাটের ঝুলিতে এসেছে ৪৪০ রান।
বিডি প্রতিদিন/ ২৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ