ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা মোটেও ভালো হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ব্রাইটনের কাছে হেরে যায় মরিনহোর শিষ্যরা। কিন্তু টটেনহ্যামের বিপক্ষে মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জয়ের দেখা পেলনা ম্যানইউ। টটেনহ্যামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা।
এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছিল ম্যানইউ। তবে প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নেমে ৫০ মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। দলের হয়ে লুকাস মউরা তার দুই মিনিট পরে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে দারুণ এক শট করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষের দিকে এসে ৮৪ মিনিটে আবারও গোল করেন পিএসজি থেকে এই মৌসুমে টটেনহ্যামে আসা মউরা।
অন্যদিকে, ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি ম্যানইউ। ফলে ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউনাইটেড।
এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের দ্বিতীয় স্থানে আছে মৌরিসিও পচেত্তিনোর দল। অপরদিকে পরপর দুই ম্যাচ হেরে ৩ পয়েন্টে ম্যানইউর অবস্থান ১৩ নম্বরে।
বিডি প্রতিদিন/ ২৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ