মোহাম্মদ নবী। আফগানিস্তানের ক্রিকেটের পোস্টার বয়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পা রাখা ও মোহাম্মদ নবী ক্রিকেট ক্যারিয়ার একসঙ্গে শুরু। আর এর সুবাধেই ক্রিকেটের ইতিহাসে দারুন এক রেকর্ড করে নিজের নামকে অবিস্মরণীয় করে রাখলেন আফগানিস্তানের এ সাবেক অধিনায়ক। তার আগে এমন রেকর্ডে নাম নেই আর কোনো ক্রিকেটারের।
প্রথম খেলোয়াড় হিসেবে দেশের ওয়ানডের শুরু থেকে টানা ১০০টি ওয়ানডে খেলেছেন নবী।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন অলরাউন্ডার নবী।
আফগানিস্তান ক্রিকেট দলের এটি শততম ওয়ানডে। পাশাপাশি এটি নবীরও শততম ওয়ানডে। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শুরু থেকে দেশের শততম ওয়ানডে ম্যাচ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেছেন নবী।
এই তালিকায় তার ধারেকাছেও নেই কেউ। তার আগে কেনিয়ার স্টিভ টিকোলো দেশের হয়ে ৪৯তম ওয়ানডে পর্যন্ত খেলেছিলেন। এছাড়া জিম্বাবুয়ের হয়ে ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলেছেন হটন।
বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর টানা ১৯টি ওয়ানডে খেলার রেকর্ড আছে বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। এছাড়া আর কেউ টানা এত ম্যাচ খেলতে পারেননি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান