প্রশ্ন এখন, ভারত কী তাহলে সিরিজ জিতে ফিরবে? সে কথা এখনই পাকাপাকিভাবে বলা মুশকিল। তবে সিরিজে ইংল্যান্ডকে কড়া টক্কর দিয়ে বিরাট কোহলির ভারত প্রমাণ করছে, এত সহজে তারা সিরিজ ইংল্যান্ডের হাতে তুলে দেবে না।
সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন জো রুট। তবে সকাল থেকেই ভারতীয় পেসারদের দাপটে সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নেমেছে। এদিন রুটদের ইনিংস থামে ২৪৬ রানে৷ তিনটি উইকেট পকেটে পুড়েছেন বুমরাহ৷ শামি,ইশান্ত, অশ্বিনরা ভাগাভাগি করে নিলেন ছটি উইকেট৷ একটি উইকেট হার্দিকের৷
ভারতের বিরুদ্ধে সাউদাপ্টনের প্রথম দিনের শেষ সেশনে নবম উইকেটে ব্রডের সঙ্গে জুটি বেঁধে ৬৩ রান যোগ করে ইংল্যান্ডকে লডা়ইয়ের মঞ্চ তৈরি করে দিলেন তিন টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন স্যাম কুরান৷ তার ব্যাটে থেকে এল ৭৮ রান৷ বাঁ-হাতি কুরানের এই রান টুকু বাদ দিলে চতুর্থ টেস্টের প্রথম দিনে পুরোপুরি সফল ভারতীয় বেলাররা৷
প্রথম দুই সেশন দারুণ বল করলেও শেষ সেশনে তাল কাটল ভারতীয় বোলারদের৷ ইংল্যান্ডের শেষ চার উইকেট তুলে নিতে ভারতীয় বোলাররা খরচ করলেন ১৬০ রান৷ ৮৬ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে অলআউট করতে দিনের শেষবেলায় ঘাম ঝড়াতে হল ইশান্তদের৷ প্রাথমিক ধাক্কা সামলে কুরানের ব্যাট থেকে এল ৭৮ রান। চতুর্থ টেস্টে ডাক পাওয়া মইল আলি ৪০ রান করেন৷
সপ্তম উইকেটে কুরান-আলির ৮১ রানে পার্টনারশিপ ইংল্যান্ডকে লডা়ইয়ে ফেরায়৷ এর আগে এই কুরানের ব্যাটিংই বার্মিংহ্যাম টেস্টে ফলাফলে ফারাক গড়ে দিয়েছিল৷ দ্বিতীয় ইনিংসে তার ৬৩ রান ম্যাচের পার্থক্য গড়ে দেয়৷ ভারত ম্যাচ হেরেছিল মাত্র ৩১ রানের ব্যবধানে৷ এদিকে, দিনের শেষে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে চার ওভারে স্কোরবার্ডে ১৯ রান তুলেছে রাহুল-ধাওয়ান জুটি৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর