ভক্তের কাছে অপমানিত হলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা বার্সেলোনায় সই করার আগে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ'র হয়ে খেলেছেন তিনি। এই নিউওয়েলস ওল্ড বয়েজের চিরপ্রতিদ্বন্দ্বী রোজারিও সেন্ট্রালের এক নারী সমর্থক অপমান করে বসেন মেসিকে।
ঘটনাটি ঘটে লা লিগায়। রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে বার্সা জেতে ১-০। এই জয়ের পরে বিমানবন্দরে মেসিকে ঘিরে ধরে ক্যামেরা। ভক্তরাও তাকে ছাড়েননি। ভক্তদের আবদার মেটাচ্ছিলেন মেসি। দিচ্ছিলেন অটোগ্রাফ।
ঠিক এমন সময় রোজারিও সেন্ট্রালের জার্সি পরে এক মহিলা মেসির অটোগ্রাফ চান। মেসি এড়িয়ে যান তাকে। কিন্তু সেই নারী মেসিকে ছাড়েননি। মেসি তাকে এড়িয়ে যাওয়ায় সেই নারী মেসিকে ‘প্যাশনলেস’ বলেন। অর্থাৎ মেসির মধ্যে আবেগ কাজ করে না।
টুইটারে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। মেসির সঙ্গে সেই নারী যে আচরণ করেছেন, তার নিন্দা করেছেন রোজারিও সেন্ট্রালের সমর্থকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর