সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে এক খেলোয়াড়কে চড় মেরে জরিমানার মুখোমুখি হয়েছেন। লস এঞ্জেলস ফুটবল ক্লাবের বিপক্ষে তার দল লস এঞ্জেলস গ্যালাক্সির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বিবাদের ঘটনা ঘটে।
বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষ স্ট্রাইকার লি এনগুয়েনের থুতনীতে আলতো চড় বসিয়ে দেন ইব্রাহিমোভিচ। তবে এর জন্য কোনো কার্ড দেখেননি সাবেক সুইডেন অধিনায়ক। আর এতেই চটেছেন লি।
টুইটারে তিনি বলেন, ‘এমএলএসের নিয়মকানুন সম্পর্কে নিশ্চিত নই আমি। কিন্তু আমি মনে করি আজকাল অন্য খেলোয়াড়দের চড় মারাটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে।’
এই চড় মারার জন্য ঠিক কতো অর্থদণ্ডের মুখোমুখি হবেন ইব্রা তা অবশ্য জানায়নি এমএলএস কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে ইব্রার চড় মারার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে মন্ট্রিয়লের মাইকেল পেট্রাসোকে চড় মেরে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন ইব্রাহিমোভিচ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম