দীর্ঘ ২২ বছরের ক্রিকেট জীবনে একাধিক সম্মান পেয়েছেন। একাধিক কীর্তি গড়েছেন। কিন্তু তার কাছে সেরা মুহূর্ত কোনটা? শচীন টেন্ডুলকার ২০১১ সালের বিশ্বকাপ জয়কেই সেরার তালিকায় রাখলেন।
শচীন বলেন, ‘এই স্বপ্নটাই বরাবর দেখে এসেছি। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি। এই স্বপ্নটাই দেখেছি।’ কাপ জয়ের পর শচীনকে কাঁধে নিয়ে গোটা ওয়াংখেড়ে প্রদক্ষিণ করেছিল টিম ইন্ডিয়া। শচীন শুধু সতীর্থদের একটা কথাই বারবার বলেছিলেন, ‘আমাকে আবার ফেলে দিও না। এই মুহূর্তটা জীবনে ভুলব না। আমার কাছে স্পেশাল।’
বিশ্বজয়ের সেই রাতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে শচীন বলেন, ‘দারুণ উৎসব করেছিলাম আমরা। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে আমরা হোটেল তাজ এ গিয়েছিলাম। মাত্র ২-৩ কিলোমিটার পথ। আমাদের যেতে সময় লেগেছিল দেড় ঘণ্টা। গোটা রাস্তায় ছিল অসংখ্য মানুষ। টিম বাস এগুতেই পারছিল না। গাড়ির উপরে উঠে মানুষজন নাঁচছিলেন। এরকম উৎসব করতে ভারতের ক্রীড়াপ্রেমী মানুষকে আগে দেখিনি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করেছেন। ৩৪,০০০ এর উপর আন্তর্জাতিক রান। তবুও নতুনদের সামনে নিজেকে বরাবর মেলে ধরেছেন শচীন। তার কথায়, ‘নবাগতকে গাইড করতাম। নাহলে তো তারা আড়ষ্ট হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা ক্রিকেটটা টিমগেম। সববিভাগেই গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা রয়েছে। সবাই সেরাটা দিয়েছিলাম বলেই বিশ্বজয় সম্ভব হয়েছিল। তাছাড়া আমি জানতাম ২০১১ বিশ্বকাপই আমার শেষ। তাই আলাদা আবেগ ছিল।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর