আগামী ৪ আগস্ট তৃতীয়বারের মতো বাংলাদেশের মাঠে গড়াচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) টুর্নামেন্টের এবারের আসর।
এ আয়োজন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে (বাফুফে) অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘ইতোমধ্যে টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের আবাসন, অনুশীলন এবং টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আবাসনসহ সব প্রস্তুতি সম্পাদিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে প্রচার-প্রচারণায় কিছুটা বেগ পেতে হলেও এখন পুরো দমে তা শুরু করা হয়েছে।'
আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত-জাতির এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
দুটি গ্রুপে বিভক্ত হয়ে সার্কভুক্ত দলগুলো টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন