চেতেশ্বর পূজারার অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত। মইন আলির স্পিন ভেল্কিতে ১৯৫ রানে ৮ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে দলকে লিড এনে দেন ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান। নবম উইকেটে ইশান্ত শর্মাকে নিয়ে যোগ করেন ৩২ রান। শেষ উইকেটে জসপ্রীত বুমরাহকে নিয়ে তোলেন ৪৬ রান। শেষ পর্যন্ত ২৭৩ রান তুলতে সক্ষম হয় ভারত। ১৩২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন পূজারা। ফলে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ২৭ রানের লিড।
এর আগে বিনা উইকেটে ১৯ রান নিয়ে শুক্রবারের খেলা শুরু করে ভারত। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। লোকেশ রাহুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর কট বিহাইন্ড করেন শিখর ধাওয়ানকে।
বিরাট কোহলির সঙ্গে ৯২ রানের জুটিতে দলকে ২ উইকেটে ১৪২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান পুজারা। সফরে ভারতের সেরা ব্যাটসম্যান কোহলিকে বিদায় করে ভারতের প্রতিরোধ ভাঙেন স্যাম কারান।
ভারত অধিনায়ক ৬ চারে ফিরেন ৪৬ রান করে। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে দ্রুত বিদায় করেন বেন স্টোকস। ভারতের ব্যাটিং লাইনআপকে এরপর কাঁপিয়ে দেন মইন।
চা-বিরতির আগে শেষ বলে রিশাব পান্তকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন মইন। ২৯ বলে শূন্য করে রেকর্ড বইয়ে নাম লেখান ভারতের কিপার ব্যাটসম্যান। ইরফান খান ও সুরেশ রায়নার সঙ্গে যৌথভাবে টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড গড়েন পান্ত।
বাজে শটে হার্দিক পান্ডিয়াকে ফেরত পাঠান মইন। অফ স্পিনে পরপর দুই বলে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামিকে। ১৯৫ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে পথ দেখান পুজারা।
মিডল অর্ডাররা ব্যর্থ হলেও নিজের স্বভাবজাত খেলাটা খেলেন পূজারা। টেলএন্ডারদের নিয়ে একাই লড়েন তিনি। খেলেন হার না মানা ১৩২ রানের ইনিংস। ২৫৭ বলে ১৬ বাউন্ডারির সাহায্যে এ নান্দনিক ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬ রান করেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ২ ও কিটন জেনিংস ৪ রান নিয়ে অপরাজিত আছেন। তারা শুরু করবেন তৃতীয় দিনের খেলা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম