টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজিত পাকিস্তান নারীদের বিপক্ষে বাংলাদেশ নারীদের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের। চার ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থটি ৩, ৫ ও ৬ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ১০ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তান নারীরা একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম