ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। দাদীর মৃত্যুর কারণে রোচকে বারবাডোজে ফিরে যেতে হওয়ায় নিজেকে প্রথম টেস্ট থেকে সরিয়ে নেন তিনি। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের মাঝামাঝি সময়ে তিনি পুনরায় দলের সঙ্গে যোগ দেবেন।
ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ‘কেমার দেশে ফিরে যাচ্ছে। তার পরিবারে একটি শোকাবহ ঘটনা ঘটেছে এবং প্রথম টেস্টের মাঝামাঝি সময়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’
তিনি আরও বলেন, ‘দারুণ দক্ষতাসহ কেমার অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন একজন ফাস্ট বোলার। আমাদের দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে একজন সে। তার অনুপস্থিতি একটা বড় ক্ষতি। তবে দলে শ্যান গাব্রিয়েল রয়েছে। ভারতের মত প্রায় একই কন্ডিশনে গত দুই টেস্টে সে খুব ভাল করেছে।’
৪৮ টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮ দশমিক ৩১ গড়ে ১৬৩ উইকেট শিকার করেছেন রোচ। তবে অধিনায়ক জেসন হোল্ডার, গাব্রিয়েল কেমো পল এবং নতুন মুখ শেরমান লুইসের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী কোচ ল।
স্টুয়ার্ট ল বলেন, ‘কেমার না থাকা একটা বড় ক্ষতি। তবে কেমো পাল এবং শেরম্যানের মত কিছু মেধাবী খেলোয়াড় আমাদের রয়েছে। কখনো কখনো প্রতিপক্ষকে চমকে দেয়ার জন্য এটা ভালও হতে পারে। আমাদের মূল শক্তি পেস আক্রমণ।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম