বিরাট কোহলির সঙ্গে তুলনা না করেও রোহিত শর্মার নেতৃত্বের ভূয়ষি প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ওয়াকার ইউনিস। রোহিত শর্মার অধিনায়কত্ব দিনে দিনে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
বিরাট কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে রোহিত শর্মার কাঁধে। নিজের ভূমিকা যথাযথ পালন করে ভারতকে এশিয়া চ্যাম্পিয়ন করেন তিনি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তবে এশিয়া কাপে অধিনায়ক রোহিত শর্মার মুন্সিয়ানা মুগ্ধ করেছে সাবেক এই তারকা পেসারকে।
ওয়াকার বলেন, ‘বিরাট কোহলি বিরাট কোহলিই। ওকে সত্যিই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সম্ভব নয়। তবে আমার মনে হয়, কোহলিকে ছাড়াও ভারতীয় দল এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিং অর্ডারের তিন নম্বরে বিরাট কোহলি বড়সড় তফাৎ তৈরি করে। তবে ও না থাকলেও রোহিত এশিয়া কাপে দারুণ কাজ করেছে। ও সবসময় মাথা ঠাণ্ডা রাখে। দিনে দিনে ওর নেতৃত্ব ক্রমশ পরিণত হচ্ছে। ওকে আইপিএলেও নেতৃত্ব দিতে দেখেছি। ও সতীর্থদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। বোলারদেরও ফিল্ডিং সাজানোর পূর্ণ স্বাধীনতা দেয়। নিজেদের মতো করে পরিকল্পনা করা ও তার বাস্তবায়নে উৎসাহিত করে। রোহতি অসাধারণ ক্যাপ্টেন।’
ভারতের এশিয়া কাপ জয়ের পিছনে দুই ওপেনারের ভূমিকাকেও কৃতিত্ব দেন ওয়াকার। তিনি বলেন, ‘উপমহাদেশে ক্রিকেট খেলা হলে ভারতকে অত্যন্ত পেশাদার মনে হয়। আমীরশাহীর পিচ কার্যত ভারতের মতোই। ওদের বিশ্বমানের ওপেরান রয়েছে। বিপক্ষ দলে রোহিত ও ধাওয়ানের মতো ওপেনার থাকলে বোলারদের কাজ কঠিন হয়ে দাঁড়ায়। বেশিরভাগ সময়েই ওরা শক্ত ভিতের উপর বসিয়ে দেয় দলকে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম