খারাপ সময় কিছুতেই কাটছে না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে মস্কোয় গিয়ে হারতে হল মাদ্রিদের ক্লাবটিকে। লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ হারাল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে হেরে গেলেন লুকা মডরিচ, টনি ক্রুজরা।
জি গ্রুপের ম্যাচে ১-০ ব্যবধানে জিতল সিএসকেএ মস্কো। চোটের জন্য গ্যারেথ বেল, সের্জিও র্যামোস, মার্সেলো ছিলেন না। অসুস্থতার জন্য ছিটকে যান ইসকো। যাদের অভাব ম্যাচে ভালভাবেই টের পেল রিয়াল।
ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই মস্কোর হয়ে জয়সূচক গোলটি করেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ। শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর রিয়েল মাদ্রিদ নিজেদের গুছিয়ে নিতে অনেকটা সময় নেয়।
কিন্তু মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের বোঝাপড়ার অভাব বারবার ফুটে উঠল রিয়ালের খেলায়। তার সঙ্গে সুযোগ নষ্ট করেন মডরিচ, ভারানেরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে সিএসকেএ মস্কো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর