চ্যাম্পিয়ন্স লিগে বুধবার পিএসজি মুখোমুখি হবে ক্রাভেনা ভেজদার। প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হারতে হয়েছিল নেইমার, এমবাপ্পেদের। তবে কোচ থমাস টুখেল আশাবাদী, দ্বিতীয় ম্যাচেই জয়ের রাস্তায় ফিরবে তার তারকাখচিত দল।
তিনি মনে করেন, দলের প্রধান অস্ত্র নেইমারের সেরাটা এখনও বেরিয়ে আসেনি। কোচের সঙ্গে একমত ব্রাজিলীয় তারকা নিজেও। নেইমার বলেছেন, "এখনও নিজের একশো শতাংশ দিতে পারিনি। মৌসুমের শুরুতে কারও পক্ষেই তা দেওয়া সম্ভব হয় না। আগামী ফেব্রুয়ারি, মার্চে সেরা ম্যাচগুলো যখন আসবে, তখন আশা করি নিজেকে সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে যেতে পারব।"
র্পরেই মেসির সংযোজন, "প্রতিটা ট্রেনিং সেশন, প্রতিটা ম্যাচে আমরা উন্নতি করছি। পিএসজি–কে আমরা একটা দারুণ দলে পরিণত করতে চাই।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর