পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫৮ রানের বিশাল পরাজয় বরণ করল টাইগ্রেসরা। পাকিস্তানের দেওয়া ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানেই গুটিয়ে গেছে নারী দলের ইনিংস।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। ৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারেই মাত্র ৩০ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের ইনিংসে ১১ জন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। পুরো ইনিংসে বাউন্ডারি এসেছে মাত্র ২টি। বাংলাদেশের ১১ ব্যাটসম্যানের ইনিংস যথাক্রমে- ২, ১, ২, ৬, ২, ০, ৯, ৩, ০, ০, ২। এই জয়ে ৪ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর