টিম ইন্ডিয়ার বর্তমান দলে মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ইংল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজের পর এশিয়া কাপেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আর তাতেই ভারত দলকে সতর্ক করে দিতে চাইছেন অনিল কুম্বলে।
‘ফিনিশার’ হিসেবে ধোনির উপর ভরসা করা যাবে না, বলেছেন কিংবদন্তি লেগস্পিনার। কুম্বলের কথায়, “ভারতীয় মিডল অর্ডারকে এখনও জমাট দেখাচ্ছে না। ফিনিশার হিসেবে ধোনির উপর নির্ভর করলে চলবে না।”
প্রাক্তন জাতীয় অধিনায়কের মতে, “ধোনি যেন ক্রিকেট উপভোগ করে। ম্যাচ ফিনিশ করে আসার ক্ষেত্রে তরুণদের গাইড করুক ও।” উইকেটের পিছনে ধোনি অবশ্য এখনও নির্ভরতার প্রতীক। অধিনায়ককে পরামর্শ দেওয়া, ডিআরএসের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ফিল্ড সাজানোয় মুন্সিয়ানা রয়েছে আগের মতোই। কিন্তু, ব্যাট হাতে অতীতের ছায়া দেখাচ্ছে তাকে। আর সমস্যা এখানেই।
প্রসঙ্গত, এশিয়া কাপে চার ইনিংসে ধোনি করেছেন মাত্র ৭৭ রান। তার মধ্যে প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে প্রথম বলে আউট হওয়াও রয়েছে। এর আগে ইংল্যান্ডে একদিনের সিরিজে দুই ম্যাচে ৭৯ রান করেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, মাঝের ওভারগুলোয় আটকে যাওয়া, ডট বল খেলা, বড় শট নিতে না পারা। যার ফলে চাপে পড়ে যাচ্ছে মিডল অর্ডার। পরের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। সেখানে ধোনিকে খেলানো ঠিক হবে কি না, তা নিয়ে ক্রিকেটমহলে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ