ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। এই ম্যাচকে সামনে রেখে বুধবার ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
ক্যারিবীয়দের বিপক্ষে এদিন পাঁচজন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে ভারত। সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান তো আছেনই। স্কোয়াডে আছেন তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বি শ। শিখর ধাওয়ানের স্থানে ভারতের ২৯৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেক হতে পারে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন পৃথ্বি শ।
প্রথম টেস্টে ভারতের স্কোয়াড:
লোকেশ রাহুল, পৃথ্বি শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রিশাব পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ