গত মাসেই বড়দের এশিয়া কাপের ফাইনালে তিন উইকেটে ভারতের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সেই ভারতের যুব দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ বৃহস্পতিবার আবারও মুখোমুখি বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের সেমি ফাইনালে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে ভারতকে ১৭২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। ফাইনালে উঠতে তৌহিদ হৃদয়দের চাই ১৭৩ রান।
টসে হেরে ফিল্ডিং করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরে ভারত। ৭৭ রানের ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন আইয়ুস বাদনি ও সমীর চৌধুরী। তারা ৫৯ রানের জুটি গড়েন। সবশেষ ১৭২ রানেই থেমে যায় ভারতীয় যুবারা।
বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন ও তৌহিদ হৃদয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম