রাশিয়া বিশ্বকাপে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলের বাজে পারফরম্যান্স নিয়ে যতটা সমালোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে দলের সেরা তারকা নেইমারের 'অভিনয়' নিয়ে। সেই সমালোচনা চলছে এখনও। তবে এবার স্পষ্ট করেই নেইমার বলে দিলেন, আর জীবনেও এই বিষয়ে ‘ঘ্যানঘ্যান’ করবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এ ব্যাপারে তিনি খোলাখুলি বলেন দিলেন, ‘আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সম্ভাব্য সব করার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু আমি এই প্রতিযোগিতা নিয়ে এখন হতাশ।’ নেইমার বলেন, ‘আমি আমার বাকি জীবনের কখনোই এই নিয়ে আর “ঘ্যানঘ্যান” করব না, যেখানে এখন আমার কাছে দুঃখিত হওয়ার চেয়ে খুশি হওয়ার ঢের কারণ আছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ