অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ। ভারতের দেয়া ১৭৩ রানের টার্গেটে ১৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা।
এর আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাকিব-তামিমদের! কদিন আগেইও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনালে শেষ বলে রোমাঞ্চে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
সিনিয়র এশিয়া কাপের মতো জুনিয়রদের এশিয়া কাপেও একই গল্প রচিত হলো বৃহস্পতিবার। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয়ের হাতছোঁয়া দূরত্বে পৌঁছেও মাত্র ২ রানে হেরে গেলে যুবারা।
শেষ উইকেট জুটিতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। রাকিবুল হাসান ও মিনহাজুর রহমান দারুণভাবেই এগিয়ে যাচ্ছিলেন। রোমাঞ্চের রেনু ছড়ানো ম্যাচে জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে বাংলাদেশ, ঠিক তখনই নিদারুণ আশাভঙ্গের গল্প রচিত হয় মিরপুরে। রান আউটে কাটা পড়লেন মিনহাজুর। তাতে ২ রানের জয়ে যুব এশিয়া কাপের ফাইনালে পা দিল ভারত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারতের যুবারা। ৪৯.৩ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দলটি। জবাবে ২২ বল হাতে থাকতে ১৭০ রানে শেষ হয়েছে বাংলাদেশের যুবাদের ইনিংস।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৮/আরাফাত