ফুটবল জগতের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নানা সময় তিনি বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন। আর সেই ধারাবাহিকতায় আবারও শিরোনামে রোনালদো। ক্যাথরিন মায়াগো নামে যুক্তরাষ্ট্রের এক নারী অভিযোগ করেছেন, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেল কক্ষে রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন। কিন্তু অভিযোগটিকে মিথ্য ও বানোয়াট বলে অস্বীকার করেছেন এই তারকা ফুটবলার।
জার্মানির একটি সাময়িকীতে অভিযোগটি প্রথম ছাপা হলে গত রবিবার তা ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন রোনালদো। এমনকি সাময়িকীটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তার আইনজীবীরা।
রোনালদো জানিয়েছেন, ধর্ষণের বিষয়ে যে কোন ধরণের তদন্তের বিষয়ে তিনি পুরোপুরি শান্ত আছেন। কেন না মায়েকোর অভিযোগের বিষয়ে নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার।
এদিকে বুধবার বিষয়টি নিয়ে করা এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৩ বছর বয়সী এই জুভেন্টাস তারকা। তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। ধর্ষণ এমনই এক অপরাধ যা সবকিছুকে ছাপিয়ে যায়, এবং আমি সেটাই বিশ্বাস করি।
প্রসঙ্গত, ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি ওই নারীর অভিযোগ পুনরায় তদন্ত শুরু করেছে লাস ভেগাস পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ